ভোলা প্রতিনিধি
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
১ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
২ ঘণ্টা আগে