Ajker Patrika

নলছিটিতে পরীক্ষা হলে মোবাইল ফোন, তিন শিক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি  
নলছিটি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষারকেন্দ্র পড়েছে। ছবি: আজকের পত্রিকা
নলছিটি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষারকেন্দ্র পড়েছে। ছবি: আজকের পত্রিকা

এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অনিয়মের ঘটনা ঘটেছে। নকল ও পরীক্ষার হলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুটি কেন্দ্রে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে নলছিটি উপজেলার দুটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হদুয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে একই ধরনের ঘটনায় ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করায় দুটি কেন্দ্রে ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত