Ajker Patrika

গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ী নিহত 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ০২
গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ী নিহত 

বরগুনার পাথরঘাটায় গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে মাওলানা তৈয়বুর রহমান নুহু হাওলাদার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনের অপর একটি তিনতলা ভবনের সানশেড থেকে পড়ে যান নুহু হাওলাদার। 

মাওলানা নুহু হাওলাদার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা আতাহার হাওলাদারের বড় ছেলে। তিনি পাথরঘাটা বাজারের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান কানঞ্জুল আমানের স্বত্বাধিকারী।

নিহতের প্রতিবেশী আল আমিন জাবু বলেন, আজ সকালে রেইনট্রি গাছ কাটার জন্য একজন দিনমজুর নিয়ে বের হন মাওলানা নুহু। এ সময় দিনমজুর লোকটি রেইনট্রি গাছের ডাল কাটলে সেটি পাশের মেহগনি গাছের সঙ্গে আটকে যায়। পরে মেহগনি গাছের পাশে সিদ্দিক ডাক্তারের তিনতলা ভবনের সানশেড থেকে রেইনট্রি গাছের ডালটি ছাড়াতে গেলে নিচে পড়ে যান মাওলানা নুহু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। 

মাওলানা নুহুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনসহ উপজেলা বণিক সমিতির নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত