ভোলা প্রতিনিধি
ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।
পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।
পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৮ মিনিট আগে