আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিক্ষার্থী ছাইদুল সরদার এসএসসিতে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চশিক্ষার জন্য ভর্তি ও পড়ালেখার খরচের চিন্তায় বাবা-মায়ের চোখমুখেও হতাশার ছায়া।
জানা গেছে, উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে মো. সাইদুল সরদার। সাইদুলের পিতা মো. বাবুল সরদার তিনি পেশায় একজন দরিদ্র কৃষক। তিনি অন্যের জমিতে কৃষিকাজ ও বাজারে তরকারী বিক্রি করে সংসার চালান। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করেছে সাইদুল সরদার।
উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের দিনমজুর ও তিন সন্তানের জনক মো. বাবুল সরদারের ছোট ছেলে মো. সাইদুল সরদার। তার বড় ভাই শাওন সরদার বিএ পড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করছেন। তার মা পারভীন বেগম একজন গৃহিণী।
সাইদুল সরদার জানান, ‘এতদিন নিজে অন্যের জমিতে কাজ করে ও প্রাইভেট পড়িয়ে পড়ালেখার খরচ জুগিয়েছি। এখন ভালো কোনো কলেজে ভর্তি এবং পড়ালেখার খরচ চালানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভবিষ্যতে ডাক্তার হয়ে দরিদ্রদের সেবা করতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না।’
সাইদুল সরদারের পিতা মো. বাবুল সরদার বলেন, ‘অভাব-অনাটনের মধ্যেও পরের জমিতে কাজ করে ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। কিন্তু দিনমজুরের আয়ে ৫ জনের সংসার চালানো দায় হয়ে পড়েছে। ছেলের কলেজে পড়ালেখার খরচ কোথায় পাব। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি।’
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক জানান, সাইদুল সরদার একজন মেধাবী ছাত্র। দরিদ্র হওয়ায় স্কুল থেকে তার কোনো পরীক্ষার ফি সহ কোনো টাকা নেওয়া হতো না। গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। জনপ্রতিনিধি ও বিত্তবানেরা এগিয়ে এলে ছেলেটির শিক্ষার পথ সুগম হয়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিক্ষার্থী ছাইদুল সরদার এসএসসিতে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চশিক্ষার জন্য ভর্তি ও পড়ালেখার খরচের চিন্তায় বাবা-মায়ের চোখমুখেও হতাশার ছায়া।
জানা গেছে, উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে মো. সাইদুল সরদার। সাইদুলের পিতা মো. বাবুল সরদার তিনি পেশায় একজন দরিদ্র কৃষক। তিনি অন্যের জমিতে কৃষিকাজ ও বাজারে তরকারী বিক্রি করে সংসার চালান। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করেছে সাইদুল সরদার।
উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের দিনমজুর ও তিন সন্তানের জনক মো. বাবুল সরদারের ছোট ছেলে মো. সাইদুল সরদার। তার বড় ভাই শাওন সরদার বিএ পড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করছেন। তার মা পারভীন বেগম একজন গৃহিণী।
সাইদুল সরদার জানান, ‘এতদিন নিজে অন্যের জমিতে কাজ করে ও প্রাইভেট পড়িয়ে পড়ালেখার খরচ জুগিয়েছি। এখন ভালো কোনো কলেজে ভর্তি এবং পড়ালেখার খরচ চালানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভবিষ্যতে ডাক্তার হয়ে দরিদ্রদের সেবা করতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না।’
সাইদুল সরদারের পিতা মো. বাবুল সরদার বলেন, ‘অভাব-অনাটনের মধ্যেও পরের জমিতে কাজ করে ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। কিন্তু দিনমজুরের আয়ে ৫ জনের সংসার চালানো দায় হয়ে পড়েছে। ছেলের কলেজে পড়ালেখার খরচ কোথায় পাব। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি।’
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক জানান, সাইদুল সরদার একজন মেধাবী ছাত্র। দরিদ্র হওয়ায় স্কুল থেকে তার কোনো পরীক্ষার ফি সহ কোনো টাকা নেওয়া হতো না। গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। জনপ্রতিনিধি ও বিত্তবানেরা এগিয়ে এলে ছেলেটির শিক্ষার পথ সুগম হয়।
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
৪ মিনিট আগেমোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩৭ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগে