প্রতিনিধি, ভোলা
স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে ভোলায় নয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৬ জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বা নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে নয়টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২টি মামলায় মোট ৭০ জন ব্যক্তির মধ্যে ৬৬ জনকে ৫৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয় এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোলা সদরে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ১৮ জনের মধ্যে ১৭ জনকে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দৌলতখানে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মামলায় ১৩ জনের মধ্যে ১০ জনকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা এবং তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিনে দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে ১৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
লালমোহনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তজুমদ্দিনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চরফ্যাশনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মামলায় ৬ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
কঠোর বিধিনিষেধের ৮ম দিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিল প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বিনা কারণে ঘোরাফেরার কারণে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পুলিশের চেকপোস্ট অব্যাহত রয়েছে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বহির্গমন পথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।’
উল্লেখ্য, ভোলায় ১ থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ৩০৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৩৩৭টি মামলায় ২ হাজার ৪৭৮ জনকে ২১ লাখ ৪ হাজার ৯০০ টাকা জরিমানা এবং ১১৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে ভোলায় নয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৬ জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বা নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে নয়টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২টি মামলায় মোট ৭০ জন ব্যক্তির মধ্যে ৬৬ জনকে ৫৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয় এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোলা সদরে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ১৮ জনের মধ্যে ১৭ জনকে ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দৌলতখানে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মামলায় ১৩ জনের মধ্যে ১০ জনকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা এবং তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিনে দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে ১৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
লালমোহনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তজুমদ্দিনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চরফ্যাশনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মামলায় ৬ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
কঠোর বিধিনিষেধের ৮ম দিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিল প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বিনা কারণে ঘোরাফেরার কারণে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পুলিশের চেকপোস্ট অব্যাহত রয়েছে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বহির্গমন পথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।’
উল্লেখ্য, ভোলায় ১ থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ৩০৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৩৩৭টি মামলায় ২ হাজার ৪৭৮ জনকে ২১ লাখ ৪ হাজার ৯০০ টাকা জরিমানা এবং ১১৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
৭ মিনিট আগেরাফিসহ তাঁর বন্ধুরা মিলে বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। ওই সময় হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হন। পরে বন্ধুরা রাফিকে উদ্ধার করে কামারপাড়া আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগেনালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
৪৩ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে