পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গলবার সকালে পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠমিস্ত্রি মামুন খানকে (৪০) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা-পুলিশ করেছে। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মৃত মজিদ খানের ছেলে।
থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের মৃত হযরত আলী প্যাদার মেয়ে আয়শা বেগমের সঙ্গে মামুন খানের সঙ্গে ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি তাঁদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত দুই বছর ধরে মামুন একই মহল্লায় বসবাসরত তানিয়া বেগম নামে এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের জের ধরে মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে মামুন খান হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। আহত স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আয়শাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে মেয়ে জামাই মামুন খান ও তাঁর কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মা মমতাজ বেগম মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, জামাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দিতে গিয়ে আমার মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মা জামাই সহ দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গলবার সকালে পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠমিস্ত্রি মামুন খানকে (৪০) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা-পুলিশ করেছে। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মৃত মজিদ খানের ছেলে।
থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের মৃত হযরত আলী প্যাদার মেয়ে আয়শা বেগমের সঙ্গে মামুন খানের সঙ্গে ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি তাঁদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত দুই বছর ধরে মামুন একই মহল্লায় বসবাসরত তানিয়া বেগম নামে এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের জের ধরে মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে মামুন খান হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। আহত স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আয়শাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে মেয়ে জামাই মামুন খান ও তাঁর কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মা মমতাজ বেগম মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, জামাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দিতে গিয়ে আমার মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মা জামাই সহ দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে