Ajker Patrika

ভোলার গ্যাসে জনগণ উপকৃত হচ্ছে না: মতবিনিময় সভায় বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২: ৩৬
ভোলার গ্যাসে জনগণ উপকৃত হচ্ছে না: মতবিনিময় সভায় বক্তারা 

দক্ষিণাঞ্চলে ভোলার গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা হয়েছে। আজ শনিবার নগরীতে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন–সংগঠনের ভোলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সিপিবির বরিশাল শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। 

সভায় বক্তারা বলেন, ভোলার এই গ্যাস উত্তোলন করলেও দেশি–বিদেশি লুটেরাদের মুনাফার কাজে আসছে। জনগণ উপকৃত হচ্ছে না। লুটেরাদের হাতে ভোলার গ্যাস না দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্পাঞ্চল ও আবাসিক খাতে সংযোগ দেওয়া উচিত। 

তারা আরও বলেন, ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না। অথচ ইন্ট্রাকোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে। আবার বাপেক্স কূপ খননে সক্ষম হলেও রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দরপত্র আহ্বান ছাড়াই চড়া দামে নতুন কূপ খননের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। 

সভায় আগামী ১৫ জুলাই বরিশালে বিক্ষোভ সমাবেশ, জুলাই থেকে সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিক্ষোভ ও অক্টোবর মাসে গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত