নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করা হয়েছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৯ হাজার বাতিল করেছে টিসিবি।
মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নগরের মধ্যেই ৫৯ হাজার কার্ড বাতিল হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত গরিবেরা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাবেক মেয়রের বরাদ্দ দেওয়া টিসিবি কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে এসব সুবিধাভোগীর মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়। এগুলো হচ্ছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা ৪৭০ টাকায় এসব পণ্য পাচ্ছেন।
নগরের নিউ সার্কুলার রোডে বাসাবাড়িতে কাজ করেন মণি বেগম। তিনি বলেন, টিসিবির পণ্য পেয়ে পরিবারের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন তিনি। এখন সেটা যদি বাতিল হয়, তাহলে বেশি দামে পণ্য কিনতে হবে। এতে ব্যয়ের চাপ বাড়বে।
অন্য ভোক্তা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। তখন আসল গরিবেরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হতেন।’
নগরীতে টিসিবি পণ্যের ডিলার এ কে আজাদ রিপন জানান, বর্তমানে তাঁর অধীনে ৭৫৮ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে কতগুলো কার্ড বাতিল হয়েছে তা আগামী সপ্তাহে বোঝা যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ বাতিলের তালিকায় পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ প্রসঙ্গে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজারের কম কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল। অনেকটায় নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি।’
এ বিষয়ে কথা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সিটি করপোরেশন এলাকার ৯০ হাজার পারিবারিক কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। বাকি ৫৯ হাজার বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া অধিকাংশ কার্ডই হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে।’
রেজাউল বারী দাবি করেন, এ কার্ডগুলো সিটি করপোরেশন বাতিল করেনি; বরং টিসিবি কর্তৃপক্ষই যাচাই করে বাতিল করেছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশন এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করা হয়েছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৫৯ হাজার বাতিল করেছে টিসিবি।
মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবির কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নগরের মধ্যেই ৫৯ হাজার কার্ড বাতিল হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত গরিবেরা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই-বাছাইয়ের পর বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাবেক মেয়রের বরাদ্দ দেওয়া টিসিবি কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে এসব সুবিধাভোগীর মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়। এগুলো হচ্ছে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা ৪৭০ টাকায় এসব পণ্য পাচ্ছেন।
নগরের নিউ সার্কুলার রোডে বাসাবাড়িতে কাজ করেন মণি বেগম। তিনি বলেন, টিসিবির পণ্য পেয়ে পরিবারের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন তিনি। এখন সেটা যদি বাতিল হয়, তাহলে বেশি দামে পণ্য কিনতে হবে। এতে ব্যয়ের চাপ বাড়বে।
অন্য ভোক্তা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। তখন আসল গরিবেরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হতেন।’
নগরীতে টিসিবি পণ্যের ডিলার এ কে আজাদ রিপন জানান, বর্তমানে তাঁর অধীনে ৭৫৮ জন কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে কতগুলো কার্ড বাতিল হয়েছে তা আগামী সপ্তাহে বোঝা যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ বাতিলের তালিকায় পড়লে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ প্রসঙ্গে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজারের কম কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল। অনেকটায় নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি।’
এ বিষয়ে কথা হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে যাচাই-বাছাইয়ের পর সিটি করপোরেশন এলাকার ৯০ হাজার পারিবারিক কার্ডের মধ্যে ৩১ হাজার টিকেছে। বাকি ৫৯ হাজার বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া অধিকাংশ কার্ডই হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে।’
রেজাউল বারী দাবি করেন, এ কার্ডগুলো সিটি করপোরেশন বাতিল করেনি; বরং টিসিবি কর্তৃপক্ষই যাচাই করে বাতিল করেছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩১ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪১ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে