Ajker Patrika

শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই পতন হয়েছে: গণঅধিকারের নুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২৬
শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই পতন হয়েছে: গণঅধিকারের নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তাঁর পতন হয়েছে। হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুনভাবে চলবে।’

আজ শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এ কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘দেশে একটা নতুন রাজনীতি তৈরি হবে এবং সেখানে তরুণেরা নেতৃত্ব দেবে। যেই তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।’ 

নুর বলেন, ‘২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলেও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সে জন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘এত দিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যেসব তরুণ রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাঁদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। 

‘যদি গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারেন, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।’ এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত