Ajker Patrika

ভোলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী ও মেয়ে আহত

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৫: ১৫
ভোলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী ও মেয়ে আহত

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নুর নাহার (৪৫) বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে তাঁর স্বামী মো. জাকির পাটোয়ারী (৫২) ও শিশুকন্যা নীলা (১০) আহত হন। 

গতকাল শনিবার রাতে ওই উপজেলার বাজারের দক্ষিণ পাশে একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারে ঘুরতে বের হয়েছিলেন তাঁরা। ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৯টার দিকে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি চরফ্যাশন বাজারের দক্ষিণ পাশের একটি পেট্রল পাম্পের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গৃহবধূ নুরনাহার ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 

খবরের সত্যতা নিশ্চিত করে আজ রোববার সকালে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনার পর ট্রাক্টরচালক গাড়িটি রেখে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক্টরটি চরফ্যাশন থানার পুলিশ জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ সুপারের অনুমতি নিয়ে নিহতের মরদেহ রাত ১১টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত