তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নে জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদত হোসেন এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন সোনাকাটা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজি।
অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুলতান ফরাজী নৌকার প্রচার-প্রচারণা শুরু করেন। গত ১ জুন বড় আমখোলা এলাকায় নৌকার প্রচার করতে যান। সেখানে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী ফরাজী ইউনুচের বেয়াইয়ের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য গোলাম রাব্বানী ডানিয়ালসহ ৪০-৫০ জন প্রচারে বাধা দেন। ছাত্রলীগের এই নেতা প্রচার-প্রচারণা না চালিয়ে তাঁদের চলে যেতে বলেন। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছিলেন বলে জানা গেছে। ছাত্রলীগের এই নেতা বহিরাগতদের নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতার প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজী বলেন, ‘আমার প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থী ইউনুস ফরাজী নির্বাচনের শুরু থেকেই বহিরাগতদের দিয়ে আমার কর্মীদের হুমকি দিয়ে আসছে। এই গোলাম রব্বানী ডানিয়েল ইউনুচ ফরাজীর বেয়াইয়ের ছেলে এবং তার বাসা বরগুনা সদরে। সে তার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমার নির্বাচনে বাধা দিয়ে আসছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী ফরাজী মো. ইউনুস বলেন, ‘ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানী ডানিয়েল আমার বাসায় আছেন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’
সংগঠনের নেতা বিএনপির নেতার পক্ষে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সোনাকাটা ও নিশানবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও থানায় পাঠানো হয়েছে।’
বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নে জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদত হোসেন এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন সোনাকাটা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজি।
অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুলতান ফরাজী নৌকার প্রচার-প্রচারণা শুরু করেন। গত ১ জুন বড় আমখোলা এলাকায় নৌকার প্রচার করতে যান। সেখানে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী ফরাজী ইউনুচের বেয়াইয়ের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য গোলাম রাব্বানী ডানিয়ালসহ ৪০-৫০ জন প্রচারে বাধা দেন। ছাত্রলীগের এই নেতা প্রচার-প্রচারণা না চালিয়ে তাঁদের চলে যেতে বলেন। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছিলেন বলে জানা গেছে। ছাত্রলীগের এই নেতা বহিরাগতদের নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতার প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজী বলেন, ‘আমার প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থী ইউনুস ফরাজী নির্বাচনের শুরু থেকেই বহিরাগতদের দিয়ে আমার কর্মীদের হুমকি দিয়ে আসছে। এই গোলাম রব্বানী ডানিয়েল ইউনুচ ফরাজীর বেয়াইয়ের ছেলে এবং তার বাসা বরগুনা সদরে। সে তার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমার নির্বাচনে বাধা দিয়ে আসছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী ফরাজী মো. ইউনুস বলেন, ‘ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানী ডানিয়েল আমার বাসায় আছেন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’
সংগঠনের নেতা বিএনপির নেতার পক্ষে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সোনাকাটা ও নিশানবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও থানায় পাঠানো হয়েছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২৭ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে