Ajker Patrika

খাটের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঝালকাঠি প্রতিনিধি
খাটের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় নিজের ঘরের খাটের নিচ থেকে শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগে ওই গৃহবধূর স্বামী হাসানকে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক হাসান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। নিহত শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে। 

পুলিশ ও এলাকাবাসী বলছে, হাসান নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারণে নির্যাতন করতেন। রোববার দুপুর পারিবারিক বিরোধের জের ধরে স্বামী–স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে হাসান তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন। 

এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের নিচ থেকে একজন নারীর মরহেদ উদ্ধার করেছে। মরহেদ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর স্বামীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত