Ajker Patrika

জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি

পটুয়াখালী দশমিনায় জানালার গ্রিল কেটে ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 
 
ওই গ্রামের মো. ফজলুল হক মোক্তারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার বলে, গতকাল রাত ১১টায় ফজলুল মোক্তার, তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ঘুমাতে যান। রাত ২টার দিকে ফজলুল মোক্তারের স্ত্রীর ঘুম থেকে সজাগ হয়ে দেখেন সিন্দুকের কপাট খোলা। এ সময় তিনি স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। ঘরের মালামাল এলোমেলো ও সিন্দুক খোলা ছিল। সিন্দুক থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। এ সময় ছেলেকে ডাকলে দেখেন ঘরের বাইরে থেকে ছিটকিনি দেওয়া। আজ শুক্রবার সকলে তাঁরা দেখেন ঘরের সামনের বারান্দার জানালার গ্রিল কাটা। 

তারা বলেন, সিন্দুকে রক্ষিত ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে ঘরের মেঝেতে বিভিন্ন মালামাল ছড়িয়ে রেখে যায় চোরেরা। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত