বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন–জান্নাতুল ফেরদৌস, মরিয়ম, সুরমা। এ ঘটনায় আহত সুরমা বেগমের স্বামী নুরনবী (৩৫) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করা হয়েছে।
নামীয় আসামিদের কয়েকজন হলেন–মো. নাগর (৩০), মো. আমির হোসেন (২৫), মো. মোসলেম (৫৫), মো. মাসুদ (৩৫), মো. ফকরুল (৩৮), মো. বাবু (২০), সামিম (২২), মোসা. কুলছুম (২৮), মোসা. নুর নাহার (২৫), মোসা, রুজিনা বেগম (২১), মোসা, হুলি বেগম (৫০), শান্ত (২২)।
থানা সূত্রে জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডে নুরনবীর বসতঘরের সামনে তাঁর ক্রয় করা ঘরে প্রবেশ করে তা নিজেদের আয়ত্তে আনতে চায় মো. নাগর, আমির হোসেনসহ তাঁর পরিবারের লোকজন। কিন্তু জান্নাতুল ফেরদৌস, সুরমা, মরিয়ম বাধা দিলে অভিযুক্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে আহত করেন।
পরে স্বজনেরা আহত তিনজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে জান্নাতুল ফেরদৌসকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং মরিয়মকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুরমাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় মরিয়ম ও জান্নাতুল আমাদের এখানে আসেন। তাঁরা প্রাথমিক অবস্থায় রক্তক্ষরণ বন্ধ করতে স্থানীয় ফার্মেসি থেকে মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে আসেন। ওই দুজনের মধ্যে জান্নাতুল নামের ওই নারীর মাথায় সিটি স্ক্যান করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
অভিযুক্ত মো. নাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মরিয়ম ও জান্নাতুল ফেরদৌস নামের দুই নারী আহত হন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মো. নুরনবী ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন–জান্নাতুল ফেরদৌস, মরিয়ম, সুরমা। এ ঘটনায় আহত সুরমা বেগমের স্বামী নুরনবী (৩৫) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করা হয়েছে।
নামীয় আসামিদের কয়েকজন হলেন–মো. নাগর (৩০), মো. আমির হোসেন (২৫), মো. মোসলেম (৫৫), মো. মাসুদ (৩৫), মো. ফকরুল (৩৮), মো. বাবু (২০), সামিম (২২), মোসা. কুলছুম (২৮), মোসা. নুর নাহার (২৫), মোসা, রুজিনা বেগম (২১), মোসা, হুলি বেগম (৫০), শান্ত (২২)।
থানা সূত্রে জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডে নুরনবীর বসতঘরের সামনে তাঁর ক্রয় করা ঘরে প্রবেশ করে তা নিজেদের আয়ত্তে আনতে চায় মো. নাগর, আমির হোসেনসহ তাঁর পরিবারের লোকজন। কিন্তু জান্নাতুল ফেরদৌস, সুরমা, মরিয়ম বাধা দিলে অভিযুক্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে আহত করেন।
পরে স্বজনেরা আহত তিনজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে জান্নাতুল ফেরদৌসকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং মরিয়মকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুরমাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় মরিয়ম ও জান্নাতুল আমাদের এখানে আসেন। তাঁরা প্রাথমিক অবস্থায় রক্তক্ষরণ বন্ধ করতে স্থানীয় ফার্মেসি থেকে মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে আসেন। ওই দুজনের মধ্যে জান্নাতুল নামের ওই নারীর মাথায় সিটি স্ক্যান করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
অভিযুক্ত মো. নাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মরিয়ম ও জান্নাতুল ফেরদৌস নামের দুই নারী আহত হন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মো. নুরনবী ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে