Ajker Patrika

পিরোজপুরে ছাত্রলীগের কর্মী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৪: ০৮
পিরোজপুরে ছাত্রলীগের কর্মী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগের কর্মী সাকিব হাওলাদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ রোববার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামিরা বিভিন্নভাবে সাকিবের পরিবারকে হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুণ কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। এ কারণে এ হত্যা মামলার আসামি সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবি জানান।

 ২০১৭ সালের ৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত