পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগের কর্মী সাকিব হাওলাদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ রোববার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামিরা বিভিন্নভাবে সাকিবের পরিবারকে হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুণ কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। এ কারণে এ হত্যা মামলার আসামি সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবি জানান।
২০১৭ সালের ৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।
পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগের কর্মী সাকিব হাওলাদার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ রোববার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামিরা বিভিন্নভাবে সাকিবের পরিবারকে হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুণ কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। এ কারণে এ হত্যা মামলার আসামি সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবি জানান।
২০১৭ সালের ৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে