প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী গ্রামের উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হোসেন (১৬), গনি হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২০), মো. আলমগীর হাওলাদারের ছেলে জাহিদুল (১৬)।
দশমিনা থানা সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) অভিযুক্ত সোহাগ হোসেন, হানিফ হাওলাদার, জাহিদুল ও সাব্বির এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া বিভিন্ন সময় প্রকাশ্যে কুপ্রস্তাব দিত। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীর মা প্রবাসে কর্মরত থাকায় সাংসারিক সব কাজকর্ম তাকে করতে হয়। প্রতিদিন পানি আনতে বা কোনো কাজে বাড়ির বাইরে গেলে ওই কিশোরীকে প্রকাশ্যে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোরীর বাবা কাজের কারণে বাড়ির বাইরে থাকায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ওই কিশোরীর চিৎকার শুনে এলাকার মানুষ এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা শুক্রবার রাতে দশমিনা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সোহাগ, হানিফ ও জাহিদুলকে আটক করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী গ্রামের উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হোসেন (১৬), গনি হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২০), মো. আলমগীর হাওলাদারের ছেলে জাহিদুল (১৬)।
দশমিনা থানা সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) অভিযুক্ত সোহাগ হোসেন, হানিফ হাওলাদার, জাহিদুল ও সাব্বির এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া বিভিন্ন সময় প্রকাশ্যে কুপ্রস্তাব দিত। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীর মা প্রবাসে কর্মরত থাকায় সাংসারিক সব কাজকর্ম তাকে করতে হয়। প্রতিদিন পানি আনতে বা কোনো কাজে বাড়ির বাইরে গেলে ওই কিশোরীকে প্রকাশ্যে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোরীর বাবা কাজের কারণে বাড়ির বাইরে থাকায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ওই কিশোরীর চিৎকার শুনে এলাকার মানুষ এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা শুক্রবার রাতে দশমিনা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সোহাগ, হানিফ ও জাহিদুলকে আটক করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৩ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৩ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে