Ajker Patrika

পর্যটক বরণে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২০: ৪৭
পর্যটক বরণে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা

পর্যটক বরণে প্রস্তুত হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। ঈদ-পরবর্তী পাঁচ দিনের সরকারি ছুটিতে আবাসিক হোটেল, মোটেলগুলোকে বাহারি সাজে সাজানো হয়েছে। পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থান পাচ্ছে নানাবিধ নতুন বাহারি পণ্য। সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং শুরু হয়ে গেছে। 

পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে লাখো পর্যটকদের আগমন ঘটবে। তাই পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, মহিপুর থানা-পুলিশসহ স্কাউটস সদস্যরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউবন, শুঁটকিপল্লি, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় কেন্দ্রগুলো পরিপাটি করা হয়েছে। সৈকত দীর্ঘদিন ফাঁকা, পুরো এলাকা ঝকঝক করা হয়েছে। বর্ষার শুরুতে সৈকতে উঁচু ঢেউ, জেলেদের মাছ ধরার দৃশ্য নজর কাড়বে আগত পর্যটকদের। 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার আজকের পত্রিকাকে বলেন, পর্যটক না থাকায় হোটেল-মোটেল বন্ধ রয়েছে। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক চাপ থকবে। তাই আগে ভাগেই হোটেল, মোটেলগুলো সাজিয়ে নিচ্ছে মালিকেরা। 

উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো. নুরুল হক আজকের পত্রিকাকে জানান, পটুয়াখালী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কাউটস কমিটির বৈঠক হয়েছে। এবারের ঈদে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্কাউটস কাজ করে যাবে। 

কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঈদের ছুটিতে বাড়তি পর্যটক আগমনের সম্ভাবনা মাথায় রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতার পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্কাউটস সদস্যদের পাশাপাশি সৈকতে রেসকিউ টিম প্রস্তুত থাকবে। বাড়তি ভাড়া আদায় প্রতিরোধ ও হয়রানি বন্ধে নজরদারিও করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত