নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে পরিতোষ মিস্ত্রী (৬২) নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পশ্চিম জৌসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এ নির্বাচনী সহিংসতা ঘটে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল (৫৮), মিল্টন মজুমদার (৪২), পার্থ বিশ্বাস (৩০) ফয়সাল সিকদার (২৮), মো. সাইফুলসহ ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ফয়সাল সিকদার ও মো. সাইফুলকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন এ সব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, পরিতোষ মিস্ত্রীর সঙ্গে আশিষ বড়ালের শত্রুতা ছিল। এদিকে সদ্য শেষ হওয়া নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে পরিতোষ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস এম মুইদুল ইসলামের পক্ষে কাজ করেছেন। অন্যদিকে আশিষ বড়াল আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেন। নির্বাচনে আব্দুল হক বিজয়ী হওয়ার পর বুধবার দুপুরে আশিষ কুমার বড়াল তাঁর দলবল নিয়ে পরিতোষের ওপর অতর্কিত হামলা চালান। এতে পরিতোষের মাথা জখম হয় এবং নাক ফেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর বলেন, ‘নির্বাচনে আব্দুল হক বিজয়ী হলে তাঁর সমর্থক আশিষ কুমার দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’
মামলার ১ নম্বর আসামি আশিষ কুমার বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিতোষ নির্বাচনের সময় বলেছে, মোটরসাইকেল নির্বাচিত হলে আমাকে দেখিয়ে দেবে। নির্বাচনের পরদিন তাকে ধরে বিষয়টি জানতে চেয়েছি। এ সময় তার সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। বাকি সব মিথ্যা।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, নির্বাচন ও বাদীর সঙ্গে আসামিদের পূর্বশত্রুতার বিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে। পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে বুধবার রাতে ৯ জনকে আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে পরিতোষ মিস্ত্রী (৬২) নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পশ্চিম জৌসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এ নির্বাচনী সহিংসতা ঘটে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল (৫৮), মিল্টন মজুমদার (৪২), পার্থ বিশ্বাস (৩০) ফয়সাল সিকদার (২৮), মো. সাইফুলসহ ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ফয়সাল সিকদার ও মো. সাইফুলকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন এ সব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, পরিতোষ মিস্ত্রীর সঙ্গে আশিষ বড়ালের শত্রুতা ছিল। এদিকে সদ্য শেষ হওয়া নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে পরিতোষ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এস এম মুইদুল ইসলামের পক্ষে কাজ করেছেন। অন্যদিকে আশিষ বড়াল আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেন। নির্বাচনে আব্দুল হক বিজয়ী হওয়ার পর বুধবার দুপুরে আশিষ কুমার বড়াল তাঁর দলবল নিয়ে পরিতোষের ওপর অতর্কিত হামলা চালান। এতে পরিতোষের মাথা জখম হয় এবং নাক ফেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর বলেন, ‘নির্বাচনে আব্দুল হক বিজয়ী হলে তাঁর সমর্থক আশিষ কুমার দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’
মামলার ১ নম্বর আসামি আশিষ কুমার বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিতোষ নির্বাচনের সময় বলেছে, মোটরসাইকেল নির্বাচিত হলে আমাকে দেখিয়ে দেবে। নির্বাচনের পরদিন তাকে ধরে বিষয়টি জানতে চেয়েছি। এ সময় তার সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে। বাকি সব মিথ্যা।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, নির্বাচন ও বাদীর সঙ্গে আসামিদের পূর্বশত্রুতার বিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে। পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে বুধবার রাতে ৯ জনকে আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৩ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে