Ajker Patrika

শেবাচিম হাসপাতাল: রোগী হয়রানি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেবাচিম হাসপাতাল: রোগী হয়রানি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ শনিবার বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপতালে (শেবাচিম) আকস্মিক পরির্দশনে যায়। এ সময় হাসপাতলের রন্ধনশালায় গিয়ে ডিমের মধ্যে ময়লা পাওয়ায় সেই ডিম তাৎক্ষণিক বদলের নির্দেশ দেন। এ ছাড়া হাসপাতালে রোগী হয়রানি বন্ধসহ সকল অনিয়ম দূর করতে পরিচালক ডা. সাইফুল ইসলামকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। 

হাসপাতালের তথ্যমতে, শেবাচিম হাসপাতাল দক্ষিণাঞ্চলের প্রধান স্বাস্থসেবা প্রতিষ্ঠান। রোগী নিয়ে নানামুখী বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের সংঘবদ্ধ হামলার শিকার হন রোগী ও স্বজনরা। 

শনিবার দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী হাসপাতালটিতে ঢুকে তিনভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। 

জানা গেছে, প্রথমেই হাসপাতালের বহির্বিভাগ থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বের করে দেওয়া হয়। তাদের নির্ধারিত সময়ের ছাড়া হাসপাতালে প্রবেশের বিষয়ে সতর্ক করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থী সুমাইয়া বিনতে সাইমা জানান, রোগীদের খাবারের মান দেখতে তারা যান রন্ধনশালায়। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং রান্না করার ডিমের মধ্যে ময়লা দেখতে পেয়েছেন। বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসকদের সঠিক দায়িত্ব পালন না করার অভিযোগ পান। 

পরে শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করে অভিযোগগুলো অবহিত করেন এবং সকল অনিয়ম দূর করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। 

এ ছাড়া শিক্ষার্থীরা নগরের বিভিন্ন বাজার ঘুরে পণ্যের দর মনিটরিং করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত