Ajker Patrika

নতুন ছাত্রাবাসের দাবি শিক্ষার্থীদের, অধ্যক্ষের আশ্বাস পুরোনোটি সংস্কারের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭: ০৯
নতুন ছাত্রাবাসের দাবি শিক্ষার্থীদের, অধ্যক্ষের আশ্বাস পুরোনোটি সংস্কারের

বরিশাল বিএম কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেছে। আজ মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে উঠে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় অধ্যক্ষ পুরোনো ছাত্রাবাসটি সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন।

কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজসংলগ্ন সড়কে গিয়ে বসে পড়েন। তাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সদর রোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া গিয়ে আশ্বস্ত করার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গিয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থা নেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আরিফুর রহমান রাশেদ ও পরিসংখ্যান বিভাগের রিফাত চৌধুরী বলেন, ডিগ্রি ছাত্রাবাসটি বহু বছরের পুরোনো। এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। আগে কয়েকবার পলেস্তারা খসে পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাই তাঁরা নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানান। এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, নতুন ছাত্রাবাসের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। কেননা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি অনেক পুরোনো। তবে আপাতত ছাত্রাবাসটি সংস্কার করা যায় কিনা তা খতিয়ে দেখতে প্রকৌশলীরা ছাত্রাবাস পরিদর্শন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত