Ajker Patrika

মেঘনায় ট্রলারডুবি: এক দিন পর ১৮ জেলে জীবিত উদ্ধার 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৭
মেঘনায় ট্রলারডুবি: এক দিন পর ১৮ জেলে জীবিত উদ্ধার 

মেঘনায় ট্রলারডুবির এক দিন পর নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে ঢালচরের শিবচর এলাকার সাগর মোহনা থেকে একটি জেলে ট্রলার তাঁদের উদ্ধার করেছে বলে জানান হাজারীগঞ্জ ইউনিয়নের জেলে খলিল উদ্দিন। 

উদ্ধারকৃত জেলেরা হলেন মহিউদ্দিন মাঝি (৩২), দুলাল (৩৩), সাজাহান মুন্সি (৩৫), আবদুল মুনাফ (৩৭), মোসলেহ উদ্দিন (৩০), ওবায়দুল্লাহ (৩৫), নুরনবী (৪), হাবিবুল্লাহ মিঝি (৫৫), আজাদ (২০), রুবেল (২০), আলমগীর (৩৫), জাকির (২৫), সাজাহান (৬০), ফরিদ (৬০), বেলায়েত (৬০), জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)। 

এদিকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায়। 

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ১৫ জন ও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের একজন এবং দৌলতখান উপজেলার দুজন জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, `ট্রলারটি পাওয়া যায়নি। তবে নিখোঁজ ১৮ জন জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি।'

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ বলেন, ``মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের সাগর মোহনায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৮ জন জেলেসহ একটি জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমাদের উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় একটি জেলে ট্রলার তাঁদের জীবিত উদ্ধার করেছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত