নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজের জ্বালানি তেল সরিয়ে নিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটি জাহাজের মালিককে চিঠি দিয়েছে। অপর দিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জাহাজের জ্বালানি কিংবা পানি কোনোভাবেই নদীতে ফেলা যাবে না। তিন দফায় জাহাজের বিস্ফোরণের ঘটনায় আজ বুধবারও ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছিল।
জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীর নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে অবশিষ্ট জ্বালানি নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল তৈরি করেছে কমিটি। জ্বালানি অপসারণের কাজ করবে জাহাজের মালিকপক্ষ। এই প্রক্রিয়া চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে মার্কেন্টাইল-১৩ এবং সাগর নন্দিনী-১ নামে দুটি জাহাজ ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে।
জ্বালানি অপসারণ কমিটির প্রধান মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, সাগর নন্দিনী-২ জাহাজটিতে পানি প্রবেশ করায় ভারী হয়ে কিছুটা দেবে গেছে। জাহাজটিকে ভাসিয়ে রেখে অবশিষ্ট জ্বালানি তেল সরিয়ে ফেলা নিশ্চিত করাই কমিটির মূল কাজ হবে। এই কাজ করবে জাহাজের মালিকপক্ষ। তবে পরিবেশের ক্ষতি না হয়, সেই দিকে খোয়াল রেখে এই কাজ করা হবে।
সাগর নন্দিনী-২-এর মালিক সৈয়দ বদরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর জাহাজে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। জাহাজের সকল স্টাফ পদ্মা কোম্পানির ডিপোতে ছিল। আজ বুধবার সৈয়দ বদরুল আলমকে জাহাজ থেকে পানিমিশ্রিত তেলের নমুনা সংগ্রহ করে পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে আসতে দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক এ এইচ এম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সুগন্ধা নদীর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এনেছেন। পরীক্ষা শেষে বলা যাবে পানির কতটা ক্ষতি হয়েছে। তবে জাহাজে এখনো পেট্রল আছে। এমনকি পানিও আছে। সংশ্লিষ্টদের বলা হয়েছে, ওই পানি নদীতে ফেলা যাবে না।
গত শনিবার দুপুরে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজের জ্বালানি তেল সরিয়ে নিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটি জাহাজের মালিককে চিঠি দিয়েছে। অপর দিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জাহাজের জ্বালানি কিংবা পানি কোনোভাবেই নদীতে ফেলা যাবে না। তিন দফায় জাহাজের বিস্ফোরণের ঘটনায় আজ বুধবারও ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছিল।
জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীর নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে অবশিষ্ট জ্বালানি নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল তৈরি করেছে কমিটি। জ্বালানি অপসারণের কাজ করবে জাহাজের মালিকপক্ষ। এই প্রক্রিয়া চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে মার্কেন্টাইল-১৩ এবং সাগর নন্দিনী-১ নামে দুটি জাহাজ ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে।
জ্বালানি অপসারণ কমিটির প্রধান মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, সাগর নন্দিনী-২ জাহাজটিতে পানি প্রবেশ করায় ভারী হয়ে কিছুটা দেবে গেছে। জাহাজটিকে ভাসিয়ে রেখে অবশিষ্ট জ্বালানি তেল সরিয়ে ফেলা নিশ্চিত করাই কমিটির মূল কাজ হবে। এই কাজ করবে জাহাজের মালিকপক্ষ। তবে পরিবেশের ক্ষতি না হয়, সেই দিকে খোয়াল রেখে এই কাজ করা হবে।
সাগর নন্দিনী-২-এর মালিক সৈয়দ বদরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর জাহাজে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। জাহাজের সকল স্টাফ পদ্মা কোম্পানির ডিপোতে ছিল। আজ বুধবার সৈয়দ বদরুল আলমকে জাহাজ থেকে পানিমিশ্রিত তেলের নমুনা সংগ্রহ করে পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে আসতে দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক এ এইচ এম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সুগন্ধা নদীর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এনেছেন। পরীক্ষা শেষে বলা যাবে পানির কতটা ক্ষতি হয়েছে। তবে জাহাজে এখনো পেট্রল আছে। এমনকি পানিও আছে। সংশ্লিষ্টদের বলা হয়েছে, ওই পানি নদীতে ফেলা যাবে না।
গত শনিবার দুপুরে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে