নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজের জ্বালানি তেল সরিয়ে নিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটি জাহাজের মালিককে চিঠি দিয়েছে। অপর দিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জাহাজের জ্বালানি কিংবা পানি কোনোভাবেই নদীতে ফেলা যাবে না। তিন দফায় জাহাজের বিস্ফোরণের ঘটনায় আজ বুধবারও ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছিল।
জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীর নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে অবশিষ্ট জ্বালানি নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল তৈরি করেছে কমিটি। জ্বালানি অপসারণের কাজ করবে জাহাজের মালিকপক্ষ। এই প্রক্রিয়া চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে মার্কেন্টাইল-১৩ এবং সাগর নন্দিনী-১ নামে দুটি জাহাজ ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে।
জ্বালানি অপসারণ কমিটির প্রধান মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, সাগর নন্দিনী-২ জাহাজটিতে পানি প্রবেশ করায় ভারী হয়ে কিছুটা দেবে গেছে। জাহাজটিকে ভাসিয়ে রেখে অবশিষ্ট জ্বালানি তেল সরিয়ে ফেলা নিশ্চিত করাই কমিটির মূল কাজ হবে। এই কাজ করবে জাহাজের মালিকপক্ষ। তবে পরিবেশের ক্ষতি না হয়, সেই দিকে খোয়াল রেখে এই কাজ করা হবে।
সাগর নন্দিনী-২-এর মালিক সৈয়দ বদরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর জাহাজে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। জাহাজের সকল স্টাফ পদ্মা কোম্পানির ডিপোতে ছিল। আজ বুধবার সৈয়দ বদরুল আলমকে জাহাজ থেকে পানিমিশ্রিত তেলের নমুনা সংগ্রহ করে পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে আসতে দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক এ এইচ এম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সুগন্ধা নদীর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এনেছেন। পরীক্ষা শেষে বলা যাবে পানির কতটা ক্ষতি হয়েছে। তবে জাহাজে এখনো পেট্রল আছে। এমনকি পানিও আছে। সংশ্লিষ্টদের বলা হয়েছে, ওই পানি নদীতে ফেলা যাবে না।
গত শনিবার দুপুরে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজের জ্বালানি তেল সরিয়ে নিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটি জাহাজের মালিককে চিঠি দিয়েছে। অপর দিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জাহাজের জ্বালানি কিংবা পানি কোনোভাবেই নদীতে ফেলা যাবে না। তিন দফায় জাহাজের বিস্ফোরণের ঘটনায় আজ বুধবারও ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছিল।
জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীর নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে অবশিষ্ট জ্বালানি নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল তৈরি করেছে কমিটি। জ্বালানি অপসারণের কাজ করবে জাহাজের মালিকপক্ষ। এই প্রক্রিয়া চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে মার্কেন্টাইল-১৩ এবং সাগর নন্দিনী-১ নামে দুটি জাহাজ ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে।
জ্বালানি অপসারণ কমিটির প্রধান মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, সাগর নন্দিনী-২ জাহাজটিতে পানি প্রবেশ করায় ভারী হয়ে কিছুটা দেবে গেছে। জাহাজটিকে ভাসিয়ে রেখে অবশিষ্ট জ্বালানি তেল সরিয়ে ফেলা নিশ্চিত করাই কমিটির মূল কাজ হবে। এই কাজ করবে জাহাজের মালিকপক্ষ। তবে পরিবেশের ক্ষতি না হয়, সেই দিকে খোয়াল রেখে এই কাজ করা হবে।
সাগর নন্দিনী-২-এর মালিক সৈয়দ বদরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর জাহাজে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। জাহাজের সকল স্টাফ পদ্মা কোম্পানির ডিপোতে ছিল। আজ বুধবার সৈয়দ বদরুল আলমকে জাহাজ থেকে পানিমিশ্রিত তেলের নমুনা সংগ্রহ করে পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে আসতে দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক এ এইচ এম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সুগন্ধা নদীর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এনেছেন। পরীক্ষা শেষে বলা যাবে পানির কতটা ক্ষতি হয়েছে। তবে জাহাজে এখনো পেট্রল আছে। এমনকি পানিও আছে। সংশ্লিষ্টদের বলা হয়েছে, ওই পানি নদীতে ফেলা যাবে না।
গত শনিবার দুপুরে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে