দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন পাঁচ নেতা। এ ছাড়া জানা যায় আরও অনেক নেতা পদত্যাগ করবেন।
গতকাল শনিবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সৈয়দ মাহাতাব উদ্দিন, মো. হুমায়ুন কবির হাওলাদার, সদস্য আবদুস সাত্তার হাওলাদার, সৈয়দ আসাদুজ্জামান (জুয়েল), মো. মাসুম আকন পদত্যাগ করেন। তাঁরা সবাই মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি না হয় সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে সৈয়দ মাহাতাব উদ্দিন ও মো. হুমায়ুন কবির মুঠোফোন বলেন, ‘২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বর্তমান সভাপতি তরিকুল ইসলাম (তারেক) মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছিলেন। এ ছাড়া ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময় এই কমিটি দেওয়া হয়েছে। তাই কমিটির অবকাঠামোতে স্বপদে বহাল থেকে সাংগঠনিক কার্যক্রম করা কোনোক্রমেই সম্ভব নয়। তাই আমরা পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে পদত্যাগী সদস্য মো. মাসুম আকন (মাস্টার) বলেন, ‘আমি আগে দল করলেও এখন আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে না জানিয়ে কমিটিতে নাম রাখা হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি।’
পাঁচ নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম (তারেক) বলেন, ‘আমরা এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। লোকের মুখে শুনেছি তাঁরা পদত্যাগ করেছেন। এ ছাড়া আমার বিষয়ে যে অভিযোগগুলি করেছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী তাঁরা পদত্যাগপত্র আমাদের কাছে জমা দেবেন। আর তাঁরা যেসব অভিযোগ এনেছেন সেগুলোর যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আমরা সেসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, গত ১২ এপ্রিল মুরাদিয়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীর অভিযোগ ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মীকে অনুপস্থিত রাখার পাশাপাশি সিনিয়র নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে এ কমিটি করা হয়েছে।
জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন পাঁচ নেতা। এ ছাড়া জানা যায় আরও অনেক নেতা পদত্যাগ করবেন।
গতকাল শনিবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সৈয়দ মাহাতাব উদ্দিন, মো. হুমায়ুন কবির হাওলাদার, সদস্য আবদুস সাত্তার হাওলাদার, সৈয়দ আসাদুজ্জামান (জুয়েল), মো. মাসুম আকন পদত্যাগ করেন। তাঁরা সবাই মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি না হয় সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে সৈয়দ মাহাতাব উদ্দিন ও মো. হুমায়ুন কবির মুঠোফোন বলেন, ‘২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বর্তমান সভাপতি তরিকুল ইসলাম (তারেক) মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছিলেন। এ ছাড়া ত্যাগীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময় এই কমিটি দেওয়া হয়েছে। তাই কমিটির অবকাঠামোতে স্বপদে বহাল থেকে সাংগঠনিক কার্যক্রম করা কোনোক্রমেই সম্ভব নয়। তাই আমরা পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে পদত্যাগী সদস্য মো. মাসুম আকন (মাস্টার) বলেন, ‘আমি আগে দল করলেও এখন আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে না জানিয়ে কমিটিতে নাম রাখা হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি।’
পাঁচ নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম (তারেক) বলেন, ‘আমরা এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। লোকের মুখে শুনেছি তাঁরা পদত্যাগ করেছেন। এ ছাড়া আমার বিষয়ে যে অভিযোগগুলি করেছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী তাঁরা পদত্যাগপত্র আমাদের কাছে জমা দেবেন। আর তাঁরা যেসব অভিযোগ এনেছেন সেগুলোর যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আমরা সেসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, গত ১২ এপ্রিল মুরাদিয়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীর অভিযোগ ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মীকে অনুপস্থিত রাখার পাশাপাশি সিনিয়র নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে এ কমিটি করা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে