Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার ইশতেহারে ১৭ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০: ২৪
বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার ইশতেহারে ১৭ প্রতিশ্রুতি

ইসলামী আন্দোলনের হাতপাখার মেয়র প্রার্থীও নাগরিক সমস্যার সমাধান ও নগরীর উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ১৭ দফার ইশতেহার ঘোষণা করেন। 

তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুষণমুক্ত নগরী করার প্রতিশ্রুতি দিয়েছেন। নগরীর উন্নয়নের জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমম্বয়ে ‘নগর বিশেষজ্ঞ কমিটি’ গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছেন। 

মুফতি ফয়জুল করীম বলেছেন, নির্বাচিত হতে পারলে নগর উন্নয়নের জন্য ওলামায়ে কেরাম, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সমম্বয়ে পরামর্শ কমিটি গঠন করবেন।
 
ইশতেহারে তাঁর অন্যান্য প্রতিশ্রুতির উল্লেখযোগ্য হচ্ছে—নগর সরকার গঠনে কার্যকর উদ্যোগ, বিশুদ্ধ পানিসংকটের সমাধান, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, মাতৃসদন প্রতিষ্ঠা, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা সহজ করা, ভিক্ষুকদের অসহায়ত্ত দূরীকরণ, হোল্ডিং ট্যাক্স ও সব ধরনের লাইসেন্স ফি সহনীয় করা, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার সেতু নির্মাণ, নগরের মধ্যে শেরেবাংলা মেডিকেল ও সদর হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মসজিদ-মন্দির-গীর্জ্জাভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু, দেশী সংস্কৃতির ঐতিহ্য রক্ষা ও অপসংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত