নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’
পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৩ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৩ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে