ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
সংস্কারকাজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।
রাস্তার সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাথরের সাইজ ছোট হওয়ায় এলাকাবাসী আপত্তি জানায়। পরে তাদের পছন্দ অনুযায়ী পাথর এনে রাস্তার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, যদি কোনোখানে কাজের সমস্যা হয়ে থাকে তা পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক দিয়ে ঠিক করিয়ে নেওয়া হবে।
এদিকে, ঝালকাঠি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।
ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
সংস্কারকাজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।
রাস্তার সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাথরের সাইজ ছোট হওয়ায় এলাকাবাসী আপত্তি জানায়। পরে তাদের পছন্দ অনুযায়ী পাথর এনে রাস্তার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, যদি কোনোখানে কাজের সমস্যা হয়ে থাকে তা পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক দিয়ে ঠিক করিয়ে নেওয়া হবে।
এদিকে, ঝালকাঠি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৪০ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে