বরিশাল প্রতিনিধি
শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং সেন্টার নয়, যে ট্রেনিং করে ছেড়ে দিলাম। যে বিষয়ে পড়ালেখা করো না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। যে যেখানে যাবে, সেখান থেকে নেতৃত্ব দেবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ সোমবার তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘ক্লাসরুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি।’
কথা সাহিত্যিক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অর্গানাইজেশন। কাজেই তোমাদের মনটা হবে ব্যাপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরের অসংখ্য বিষয় শিখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং সেন্টার নয়, যে ট্রেনিং করে ছেড়ে দিলাম। যে বিষয়ে পড়ালেখা করো না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। যে যেখানে যাবে, সেখান থেকে নেতৃত্ব দেবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ সোমবার তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘ক্লাসরুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি।’
কথা সাহিত্যিক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অর্গানাইজেশন। কাজেই তোমাদের মনটা হবে ব্যাপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরের অসংখ্য বিষয় শিখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৩ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩ ঘণ্টা আগে