বরিশাল প্রতিনিধি
শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং সেন্টার নয়, যে ট্রেনিং করে ছেড়ে দিলাম। যে বিষয়ে পড়ালেখা করো না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। যে যেখানে যাবে, সেখান থেকে নেতৃত্ব দেবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ সোমবার তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘ক্লাসরুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি।’
কথা সাহিত্যিক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অর্গানাইজেশন। কাজেই তোমাদের মনটা হবে ব্যাপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরের অসংখ্য বিষয় শিখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ট্রেনিং সেন্টার নয়, যে ট্রেনিং করে ছেড়ে দিলাম। যে বিষয়ে পড়ালেখা করো না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে শিক্ষার্থীদের। যে যেখানে যাবে, সেখান থেকে নেতৃত্ব দেবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ সোমবার তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘ক্লাসরুমে তোমাদের যা জানার তার ৫ ভাগ শিখবে, বাকি ৯৫ ভাগ শিখবে বাইরে। তোমাদের যে জিনিসগুলো শেখানো দরকার আমরা যদি চাইতাম ২ বছরের মধ্যে সব শিখিয়ে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা ৪ থেকে ৫ বছর বিশ্ববিদ্যালয়ে রাখি।’
কথা সাহিত্যিক জাফর ইকবাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় সমস্ত পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের একটি অর্গানাইজেশন। কাজেই তোমাদের মনটা হবে ব্যাপক। তোমাদের শুধু ক্লাসের বিষয়গুলো শিখলেই হবে না, বাইরের অসংখ্য বিষয় শিখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের তিনটি ঋণ পূরণ করতে হবে। পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং দেশকে যারা স্বাধীন করেছেন এবং যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে সেই মানুষের প্রতি ঋণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে