বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকেরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে আজকের পত্রিকাকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। চলতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল ক্যাম্প করে বরগুনার জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।
বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকেরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে আজকের পত্রিকাকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। চলতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল ক্যাম্প করে বরগুনার জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১ সেকেন্ড আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৪ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৫ মিনিট আগে