পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে