কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাদশা ফরাজী, বাদল ফরাজী, বকুল, রাসেল, মানসুরা, কোহিনুর, মিলন, রুহুল আমিন, ইয়াকুব ও লাইলী। তাঁদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বাদশার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুসের পক্ষের কয়েকজন সেখানে এসে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। এ সময় সংঘর্ষ বেধে গেলে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
কুয়াকাটা হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাদশা ফরাজী, বাদল ফরাজী, বকুল, রাসেল, মানসুরা, কোহিনুর, মিলন, রুহুল আমিন, ইয়াকুব ও লাইলী। তাঁদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বাদশার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুসের পক্ষের কয়েকজন সেখানে এসে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। এ সময় সংঘর্ষ বেধে গেলে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
কুয়াকাটা হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
৬ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
১২ মিনিট আগেঐতিহ্যবাহী বেইলি রোড ছেড়ে সাম্প্রতিক সময়ে ঢাকার নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। এর তিনটি হলে নিয়মিত নাট্যচর্চা হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। একে উপলক্ষ করে নাট্যকর্মীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠত শিল্পকলা চত্বর। কিন্তু ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক
১৬ মিনিট আগেরাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
২ ঘণ্টা আগে