Ajker Patrika

দৌলতখানে ট্রাকচাপায় এক শিক্ষকের মৃত্যু 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০১
দৌলতখানে ট্রাকচাপায় এক শিক্ষকের মৃত্যু 

দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাকচাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দীন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ক্বারি শামসল হক মিয়ার ছেলে। দৌলতখান উপজেলার চরপাতা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন তিনি। তাঁর স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খায়ের বোরহানউদ্দীন বাসা থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশে রওনা দেন। দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত