নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভোলার চরফ্যাশন উপজেলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছেন গ্রামের লোকজন। এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তাঁরা শাহজাহানের ওপর এই নির্যাতন চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহজাহান মিন্টিজ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আরকলমী গ্রামের মো. ছিডু মিয়ার ছেলে। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শাহজাহান একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করতে থাকেন। তাঁর বাবাও একজন চোর ছিলেন।
শাহজাহান মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাঁদের বসতঘরে এসে ধাওয়া করেন। লোকজন শাহজাহানকে ধরে মারধর করেন, হাত-পা ভেঙে চাকু দিয়ে চোখ তুলে ফেলেন। তিনি ওই সময় উপস্থিত থাকলেও গ্রামবাসীর ভয়ে তাঁকে বাঁচাতে সাহস পাননি বলে ফাতেমা দাবি করেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শাহজাহান নামের এক ব্যক্তিকে হাত-পা ভাঙা ও চোখ তোলা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি, শাহজাহান মিন্টিজ নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রামবাসী মারধর করে হাত-পা ভেঙে চোখ তুলে ফেলেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।’
ভোলার চরফ্যাশন উপজেলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছেন গ্রামের লোকজন। এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তাঁরা শাহজাহানের ওপর এই নির্যাতন চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহজাহান মিন্টিজ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আরকলমী গ্রামের মো. ছিডু মিয়ার ছেলে। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শাহজাহান একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করতে থাকেন। তাঁর বাবাও একজন চোর ছিলেন।
শাহজাহান মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাঁদের বসতঘরে এসে ধাওয়া করেন। লোকজন শাহজাহানকে ধরে মারধর করেন, হাত-পা ভেঙে চাকু দিয়ে চোখ তুলে ফেলেন। তিনি ওই সময় উপস্থিত থাকলেও গ্রামবাসীর ভয়ে তাঁকে বাঁচাতে সাহস পাননি বলে ফাতেমা দাবি করেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শাহজাহান নামের এক ব্যক্তিকে হাত-পা ভাঙা ও চোখ তোলা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি, শাহজাহান মিন্টিজ নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রামবাসী মারধর করে হাত-পা ভেঙে চোখ তুলে ফেলেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে