Ajker Patrika

হানাহানি-খুনোখুনি করলে দেশের ১২টা তো বাজবেই: ফয়জুল করিম

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০০: ০৮
ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নায়েবে আমির। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নায়েবে আমির। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে। তাহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোডে ফাতেমা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর অলি হয়। আর এই অলিরাই দুনিয়া ও আখেরাতে সুসংবাদ পাবে। এ জন্য তাকওয়া অর্জন করতে হবে।’

জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদীর সঞ্চালনায় ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত