Ajker Patrika

সেতুর মালামাল চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানা পুলিশ নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু (৬০) উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে ২০২২ সালে উপজেলা পরিষদের পক্ষে থেকে তাঁর নামে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি ২০২০ সালের, আমি নাজিরপুরে যোগদানের পূর্বের ঘটনা। শুনেছি সরকারি মালামাল চুরির বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত