Ajker Patrika

কিশোরী কন্যার লাশ নিয়ে থানায় হাজির বাবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯: ৩৭
কিশোরী কন্যার লাশ নিয়ে থানায় হাজির বাবা

ছাদ থেকে পড়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ের মরদেহ থানায় এনে ‘হত্যার’ বিচার চাইলেন বাবা মামুন আবদুল্লাহ। আজ সোমবার সন্ধ্যার পর তিনি মেয়ে মাইশার (১৩) মরদেহ নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। মামুনের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর জন্য ভাড়া বাসার মালিকের স্ত্রী দায়ী। 

গত বৃহস্পতিবার বিকেলে ছাদ থেকে পড়ে আহত হয় মাইশা। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

পুলিশ মামুনের লিখিত অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ারও আশ্বাস দেন। এরপর মামুন থানা ত্যাগ করেন। 
মামুন বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তাঁর মেয়ে মাইশা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

মামুন আবদুল্লাহ জানান, তাঁর ভাড়া বাসার মালিক আবুল কালামের স্ত্রী তাহারত আক্তারের একটি জুতা বৃহস্পতিবার বিকেলে তিন তলার ছাদ থেকে নিচের কার্নিশে পড়ে। ওই জুতা তোলার জন্য মাইশাকে কার্নিশে নামান তাহারত। তখন মাইশা পা পিছলে নিচে পড়ে যায়। চিৎকার শুনে মামুন ঘটনাস্থলে গিয়ে মাইশাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা মাইশাকে ঢামেকে পাঠান। ঢামেকের সিসিইউতে গতকাল রোববার বিকেলে মাইশার মারা যায়। 

মামুন মেয়ের মৃত্যুর জন্য বাড়ির মালিকের স্ত্রী, বোন ও তাঁদের মাকে দায়ী করেছেন। তিনি তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মাইশার তদন্ত প্রতিবেদন এবং ঘটনাস্থল তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত