ভোলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গত বছর ১৫ জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ-অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। সেই গণ-অভ্যুত্থানকে বুকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল।’
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় নাহিদ বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। নদীপাড়ের এ মানুষদের সব সময় সংগ্রামের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়। জুলাই অভ্যুত্থানে এ জেলার মানুষ বেশি শহীদ হয়েছেন। সুতরাং অনেক সাহসী ও দেশপ্রেমিক এই উপকূলের মানুষ। তাঁদের উন্নয়নের জন্য শপথ নিতে হবে। কারণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সব সময় মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। বহু যুগ ধরে ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানকার হাসপাতালগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা নিতে দূরদূরান্তে যেতে হয়। ভোলাবাসীকে শিক্ষা নিতে দূরদূরান্তে যেতে হয়। এ জেলায় পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও গড়ে উঠছে না ভারী কোনো শিল্প-কলকারখানা।’
ভোলা-বরিশাল সেতু নির্মাণের গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই সুবিধাবঞ্চিত ভোলা একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মর্যাদাবান জেলা হিসেবে রূপান্তরিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজ আপনাদের সামনে আবারও সেই প্রতিশ্রুতি দিচ্ছে।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মাহমুদা মিতু, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান প্রমুখ।
এর আগে শহরের বাংলাস্কুল মোড় হয়ে সদর রোড থেকে মহাজনপট্টি, কালিনাথ রায়ের বাজার, ইলিশা বাসস্ট্যান্ড হয়ে ‘জুলাই পদযাত্রা’ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে জেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখানে শহীদ হাসানের বাবা মনির হোসেন বক্তব্য দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গত বছর ১৫ জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ-অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। সেই গণ-অভ্যুত্থানকে বুকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল।’
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় নাহিদ বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। নদীপাড়ের এ মানুষদের সব সময় সংগ্রামের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়। জুলাই অভ্যুত্থানে এ জেলার মানুষ বেশি শহীদ হয়েছেন। সুতরাং অনেক সাহসী ও দেশপ্রেমিক এই উপকূলের মানুষ। তাঁদের উন্নয়নের জন্য শপথ নিতে হবে। কারণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সব সময় মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। বহু যুগ ধরে ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানকার হাসপাতালগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা নিতে দূরদূরান্তে যেতে হয়। ভোলাবাসীকে শিক্ষা নিতে দূরদূরান্তে যেতে হয়। এ জেলায় পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও গড়ে উঠছে না ভারী কোনো শিল্প-কলকারখানা।’
ভোলা-বরিশাল সেতু নির্মাণের গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই সুবিধাবঞ্চিত ভোলা একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মর্যাদাবান জেলা হিসেবে রূপান্তরিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজ আপনাদের সামনে আবারও সেই প্রতিশ্রুতি দিচ্ছে।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মাহমুদা মিতু, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান প্রমুখ।
এর আগে শহরের বাংলাস্কুল মোড় হয়ে সদর রোড থেকে মহাজনপট্টি, কালিনাথ রায়ের বাজার, ইলিশা বাসস্ট্যান্ড হয়ে ‘জুলাই পদযাত্রা’ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে জেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখানে শহীদ হাসানের বাবা মনির হোসেন বক্তব্য দেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে