Ajker Patrika

কুয়াকাটায় জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২১: ২৬
কুয়াকাটায় জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের ট্রলারে জেলেদের জালে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা। 

উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিশের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন। 

মেসার্স আব্দুল আড়তের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন পরে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ আগে বেশি ধরা পড়ত, এখন কম ধরা পড়ে। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি।’ ৬০ কেজি ওজনের পাখি মাছটি এক ব্যবসায়ী ১২ হাজার টাকায় কেনেন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত