Ajker Patrika

পাথরঘাটায় বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ল বিধবার স্বপ্ন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০: ৪৯
পাথরঘাটায় বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ল বিধবার স্বপ্ন

বরগুনার পাথরঘাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মমতাজ বেগম নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় জোমাদ্দারবাড়িতে এ ঘটনা ঘটে। মমতাজ বেগম একই এলাকার মৃত মকিন জোমাদ্দারের স্ত্রী। 

এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মমতাজ বেগমের ঘরে আগুন লাগে। এই আগুনে তাঁর ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা সব মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘরে থাকা লোকজন প্রাণে বাঁচলেও মূল্যবান আসবাবপত্রসহ কিছুই রক্ষা করতে পারেনি।

পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে ধারণা, ওই ঘরে মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত