Ajker Patrika

বরিশালে বিদ্যুৎ চুরি আইনে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিদ্যুৎ চুরি আইনে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে বরিশালে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। গতকাল বুধবার বরিশাল বিদ্যুৎ আদালতে ওজোপাডিকো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এর উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম বাবু নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আলতাফ সরদারের ছেলে।

বাদী প্রকৌশলী সুব্রত মালাকার আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি কোনো মিটার ব্যবহার না করে সরাসরি হুকিং এর মাধ্যমে দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং লাইনে ব্যবহৃত তার জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আট হাজার ২০০ ইউনিট ব্যবহার করেছেন। এতে তিনি দুই লাখ ৯৩ হাজার ৩০৩ টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন। তাই বিদ্যুৎ চুরি আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত