আরিফ রহমান, ঝালকাঠি
ঝালকাঠিতে আপন ছোট ভাইকে হত্যার দায়ে রুহুল আমিন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. মাহেব হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন হাওলাদার জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এর আগে তিনি বেসরকারি সংস্থার এক কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন।
পিপি মো. মাহেব হোসেন জানান, কাঁঠালিয়ার গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মজিবুর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন হাওলাদার কারাদণ্ড ভোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান। বাড়িতে ফিরে জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন তিনি। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর এক ভাই ফিরোজ হাওলাদার বসতঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় বসতবাড়ির সামনে বসা অবস্থায় ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই দিন রাত ১১টায় ফিরোজের মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত ফিরোজ হাওলাদারের স্ত্রী রাণী বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইউম বাহাদুর গত বছরের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।
ঝালকাঠিতে আপন ছোট ভাইকে হত্যার দায়ে রুহুল আমিন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. মাহেব হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন হাওলাদার জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এর আগে তিনি বেসরকারি সংস্থার এক কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন।
পিপি মো. মাহেব হোসেন জানান, কাঁঠালিয়ার গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মজিবুর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন হাওলাদার কারাদণ্ড ভোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান। বাড়িতে ফিরে জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন তিনি। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর এক ভাই ফিরোজ হাওলাদার বসতঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় বসতবাড়ির সামনে বসা অবস্থায় ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই দিন রাত ১১টায় ফিরোজের মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত ফিরোজ হাওলাদারের স্ত্রী রাণী বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইউম বাহাদুর গত বছরের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে