Ajker Patrika

রাঙ্গাবালীতে আ.লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ 

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২: ১১
রাঙ্গাবালীতে আ.লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে ও দুটি ককটেল উদ্ধার করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ইউনিয়নের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছিল, হঠাৎ বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করেন। তখন একের পর এক ককটেল মারতে থাকে বিএনপির সন্ত্রাসীরা এবং যাওয়ার সময় অফিসের চেয়ার ও মালামাল ভেঙে ফেলে রেখে যায়। 

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে কোনো কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানো। গতকাল এ রকম কোনো ঘটনার সঙ্গে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। উল্টো আমাদের চার নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারের দায় এড়াতে তারা এ নাটক সাজিয়েছে।’ 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ড্যামেজ করা হয়েছে। বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে যার অংশবিশেষ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাসহ সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য, গতকাল রোববার রাঙ্গাবালী বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ নেতা-কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগে মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত