পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ইউনিয়নের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছিল, হঠাৎ বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করেন। তখন একের পর এক ককটেল মারতে থাকে বিএনপির সন্ত্রাসীরা এবং যাওয়ার সময় অফিসের চেয়ার ও মালামাল ভেঙে ফেলে রেখে যায়।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে কোনো কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানো। গতকাল এ রকম কোনো ঘটনার সঙ্গে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। উল্টো আমাদের চার নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারের দায় এড়াতে তারা এ নাটক সাজিয়েছে।’
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ড্যামেজ করা হয়েছে। বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে যার অংশবিশেষ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাসহ সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গতকাল রোববার রাঙ্গাবালী বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ নেতা-কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগে মামলা রয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ইউনিয়নের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছিল, হঠাৎ বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করেন। তখন একের পর এক ককটেল মারতে থাকে বিএনপির সন্ত্রাসীরা এবং যাওয়ার সময় অফিসের চেয়ার ও মালামাল ভেঙে ফেলে রেখে যায়।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে কোনো কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানো। গতকাল এ রকম কোনো ঘটনার সঙ্গে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। উল্টো আমাদের চার নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারের দায় এড়াতে তারা এ নাটক সাজিয়েছে।’
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ড্যামেজ করা হয়েছে। বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে যার অংশবিশেষ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাসহ সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গতকাল রোববার রাঙ্গাবালী বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ নেতা-কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগে মামলা রয়েছে।
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
৯ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে