নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে।
সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, ‘আমি তাঁদের নিষেধ করলেও তাঁরা আমার কথা শুনছেন না।’
হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘যেখান থেকে লোহার সেতু খুলে নেওয়া হয়, সেটির পাশে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কালভার্ট হওয়ায় সেখানকার সেতু খুলে ফেলা হয়েছে। ঠিকাদার নজরুল ইসলামকে সেতু মালামাল ইউনিয়ন পরিষদে জমা দিতে বলেছি। কিন্তু তিনি আমাকে সেই সেতুর মালামালের হিসাব জমা দেননি। কাওসার ওই সেতুর মালামাল চেয়েছিলেন। আমি বলেছি, কোনো বরাদ্দ ছাড়া সরকারি সেতুর মালামাল দেওয়া সম্ভব না। এখন তাঁরা আমার কথা না শুনলে আমি কী করব।’
জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেহাংগল গ্রামে আফসার মাস্টারের বাড়ির পাশে ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ পায় এশা এন্টারপ্রাইজ। সেখানে সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের নবনির্মিত একটি লোহার সেতু ছিল। কালভার্টের কাজ শুরু করলে সেই সেতুর পাটাতন, অ্যাঙ্গেল ও খুঁটি খুলে রাখা হয় কালভার্টের পাশে। স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে কাওসার নামে একজন সেই সেতুর সম্পূর্ণ মালামাল নিয়ে কাছেই তাঁর বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণ করছে।
পরিত্যক্ত সরকারি সেতুর লোহা খুলে নেওয়ার অভিযোগের বিষয়ে কাওসার হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান হুমাউন কবির ব্যাপারী সেতুর মালামাল নিতে বলেছেন। তাই এই মালামাল নিয়ে আমার বাসার সামনে সেতুটি নির্মাণ করছি। স্থানীয় মুন্না নামের এক বড় ভাইয়ের সহায়তায় সেতুটি নির্মাণ করছি।’ ইউনিয়ন পরিষদের সেতুর মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কি না, জানতে চাইলে কাওসার কোনো উত্তর দেননি।
কাজের ঠিকাদার মো. নজরুল ইসলাম বলেন, ‘কালভার্টের পাশেই আগের সেতুর মালামাল রেখেছি। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। ইউপি চেয়ারম্যান হুমাউন কবিরের সামনে বসে কাওসার মিয়া ওই পুলের সব মালামাল নিয়ে গেছেন।’
নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মাহামুদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিষদের সচিবকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে।
সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, ‘আমি তাঁদের নিষেধ করলেও তাঁরা আমার কথা শুনছেন না।’
হুমাউন কবির ব্যাপারী বলেন, ‘যেখান থেকে লোহার সেতু খুলে নেওয়া হয়, সেটির পাশে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কালভার্ট হওয়ায় সেখানকার সেতু খুলে ফেলা হয়েছে। ঠিকাদার নজরুল ইসলামকে সেতু মালামাল ইউনিয়ন পরিষদে জমা দিতে বলেছি। কিন্তু তিনি আমাকে সেই সেতুর মালামালের হিসাব জমা দেননি। কাওসার ওই সেতুর মালামাল চেয়েছিলেন। আমি বলেছি, কোনো বরাদ্দ ছাড়া সরকারি সেতুর মালামাল দেওয়া সম্ভব না। এখন তাঁরা আমার কথা না শুনলে আমি কী করব।’
জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেহাংগল গ্রামে আফসার মাস্টারের বাড়ির পাশে ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ পায় এশা এন্টারপ্রাইজ। সেখানে সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের নবনির্মিত একটি লোহার সেতু ছিল। কালভার্টের কাজ শুরু করলে সেই সেতুর পাটাতন, অ্যাঙ্গেল ও খুঁটি খুলে রাখা হয় কালভার্টের পাশে। স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে কাওসার নামে একজন সেই সেতুর সম্পূর্ণ মালামাল নিয়ে কাছেই তাঁর বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণ করছে।
পরিত্যক্ত সরকারি সেতুর লোহা খুলে নেওয়ার অভিযোগের বিষয়ে কাওসার হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান হুমাউন কবির ব্যাপারী সেতুর মালামাল নিতে বলেছেন। তাই এই মালামাল নিয়ে আমার বাসার সামনে সেতুটি নির্মাণ করছি। স্থানীয় মুন্না নামের এক বড় ভাইয়ের সহায়তায় সেতুটি নির্মাণ করছি।’ ইউনিয়ন পরিষদের সেতুর মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কি না, জানতে চাইলে কাওসার কোনো উত্তর দেননি।
কাজের ঠিকাদার মো. নজরুল ইসলাম বলেন, ‘কালভার্টের পাশেই আগের সেতুর মালামাল রেখেছি। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। ইউপি চেয়ারম্যান হুমাউন কবিরের সামনে বসে কাওসার মিয়া ওই পুলের সব মালামাল নিয়ে গেছেন।’
নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মাহামুদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিষদের সচিবকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে