নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ড. সাখাওয়াত সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন প্রচার কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন ছাত্র-শিক্ষকদের কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে চাপের মুখে তৎকালীন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয় ড. রাহাত হোসেন ফয়সালকে। তিনি অব্যাহতি নিলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. এ টি এম রফিকুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি ড. রফিকুল পদত্যাগ করলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. সনিয়া খান সনি। পাঁচ মাস ধরে প্রক্টর ড. সনি অনেকটা নিস্ক্রিয় ছিলেন।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াতকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে আজ সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা তীব্র সমালোচনা শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন প্রক্টর ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এমন একজন আওয়ামী সুবিধাবাদীকে দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিতর্ক ছড়ালেন।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র এবং জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা সুজয় শুভ বলেন, কথা ছিল আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত কাউকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু কর্তৃপক্ষ (উপাচার্য) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। ড. সাখাওয়াত স্যার সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের মাধ্যমে নানা সুযোগ-সুবিধা নিয়েছেন। এমন একজন শিক্ষককে প্রক্টর করায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
নতুন প্রক্টর ড. সাখাওয়াত হোসাইন বলেন, তিনি চিঠি পেয়েছেন। সবার সহযোগিতা চান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ড. সাখাওয়াত সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন প্রচার কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন ছাত্র-শিক্ষকদের কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে চাপের মুখে তৎকালীন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয় ড. রাহাত হোসেন ফয়সালকে। তিনি অব্যাহতি নিলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. এ টি এম রফিকুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি ড. রফিকুল পদত্যাগ করলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. সনিয়া খান সনি। পাঁচ মাস ধরে প্রক্টর ড. সনি অনেকটা নিস্ক্রিয় ছিলেন।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াতকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে আজ সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা তীব্র সমালোচনা শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন প্রক্টর ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এমন একজন আওয়ামী সুবিধাবাদীকে দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিতর্ক ছড়ালেন।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র এবং জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা সুজয় শুভ বলেন, কথা ছিল আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত কাউকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু কর্তৃপক্ষ (উপাচার্য) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। ড. সাখাওয়াত স্যার সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের মাধ্যমে নানা সুযোগ-সুবিধা নিয়েছেন। এমন একজন শিক্ষককে প্রক্টর করায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
নতুন প্রক্টর ড. সাখাওয়াত হোসাইন বলেন, তিনি চিঠি পেয়েছেন। সবার সহযোগিতা চান।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে