উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে এক পথচারী নিহত ও আহত হয়েছেন ২৫ জন। রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা বুরঘাডা গামী লোকাল বাস জিসান পরিবহনের (বরিশাল-ব-১১-০০৬৭) সঙ্গে বগুড়া থেকে আসা তুহিন পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-০২০৪) এক পাশে লেগে যায়। এ সময় তুহিন পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাইসাইকেল চালককে চাকায় পৃষ্ঠ করে ফাঁকা একটি ঘরে উঠিয়ে দেয়। এ সময় নাসিমা বেগম (৩৫), আনিসুর রহমান (৪৫), তুহিন (২৬), জাকারিয়া (৩০), মিলনসহ (২৯) প্রায় ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
তুহিন পরিবহনের যাত্রী মোস্তাফিজ বলেন, ‘আমি মোস্তাফপুর থেকে বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। এ সময় আমাদের গাড়িতে ২৫-৩০ জন যাত্রী ছিল। বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাত্রীরা একাধিকবার চালককে নিষেধ করে কিন্তু চালক কারওর নিষেধ না শুনে বেপরোয়া গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরে যে যেভাবে পারছে চলে গেছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত ডা. সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ / ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর ভেতর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে এক পথচারী নিহত ও আহত হয়েছেন ২৫ জন। রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা বুরঘাডা গামী লোকাল বাস জিসান পরিবহনের (বরিশাল-ব-১১-০০৬৭) সঙ্গে বগুড়া থেকে আসা তুহিন পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-০২০৪) এক পাশে লেগে যায়। এ সময় তুহিন পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাইসাইকেল চালককে চাকায় পৃষ্ঠ করে ফাঁকা একটি ঘরে উঠিয়ে দেয়। এ সময় নাসিমা বেগম (৩৫), আনিসুর রহমান (৪৫), তুহিন (২৬), জাকারিয়া (৩০), মিলনসহ (২৯) প্রায় ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
তুহিন পরিবহনের যাত্রী মোস্তাফিজ বলেন, ‘আমি মোস্তাফপুর থেকে বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। এ সময় আমাদের গাড়িতে ২৫-৩০ জন যাত্রী ছিল। বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাত্রীরা একাধিকবার চালককে নিষেধ করে কিন্তু চালক কারওর নিষেধ না শুনে বেপরোয়া গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরে যে যেভাবে পারছে চলে গেছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত ডা. সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ / ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর ভেতর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
২ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২১ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে