পটুয়াখালী প্রতিনিধি
‘আপনার প্রিয় মানুষটির জন্য আমাদের এই ভাসমান দোকান থেকে একটি ফুল কিনবেন। ‘‘পটুয়াখালীবাসী’’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে ফুল বিক্রির জন্য। এ ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে শতবর্ষের একজন বৃদ্ধ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড়ের ফুল বিক্রেতা মাহমুদ হাসান রায়হান।
এবারে একই দিনে বসন্তের সূচনা আর বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণীয় রাখতে ফুল বিক্রি করে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় রায়হানের ‘পটুয়াখালীবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে সরেজমিনে পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে কিছু গোলাপ ও ফুলের তোড়া। পেনসিলে আঁকা কাগজে লেখা রয়েছে, ‘গোলাপ ৩০, তোড়া ১৩০ ও ক্রাউন ১৫০ টাকা। ফুল বিক্রির লাভের টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে’। স্বেচ্ছাসেবী সংগঠনের এ ভিন্ন আয়োজন পটুয়াখালী শহরের প্রতিটি মানুষের নজর কেড়েছে।
জানা যায়, করোনার ভয়ে মানুষ দিশেহারা, আপন হয়ে যাচ্ছে পর, চেনা মানুষটি হয়ে যাচ্ছে অচেনা এবং প্রিয় মানুষটি হয়ে যাচ্ছে অপ্রিয়। তখন দেশের অন্যান্য দেশপ্রেমিকের মতো পটুয়াখালীর অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ‘পটুয়াখালীবাসী’ এ সংগঠনটি। সব ভয়কে পদদলিত করে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসে। তাইতো ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা চিন্তা করি বিশ্ব ভালোবাসা দিবসে কি করা যায়। কিছুদিন আগে আমরা জানতে পারি গরিব একটি পরিবারে শতবর্ষের অসুস্থ এক বৃদ্ধা তাঁর নাতি মো. শাহিনকে (১৮) নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তাই তাঁর নাতিকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা ফুল বিক্রি করছি।
সভাপতি আরও বলেন, আজকে ফুল কেনার সঙ্গে এই ভালো কাজটি যুক্ত থাকুক। হয়তো আপনার প্রিয় মানুষটির জন্য এটিই হবে বড় উপহার।
‘আপনার প্রিয় মানুষটির জন্য আমাদের এই ভাসমান দোকান থেকে একটি ফুল কিনবেন। ‘‘পটুয়াখালীবাসী’’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে ফুল বিক্রির জন্য। এ ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে শতবর্ষের একজন বৃদ্ধ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড়ের ফুল বিক্রেতা মাহমুদ হাসান রায়হান।
এবারে একই দিনে বসন্তের সূচনা আর বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণীয় রাখতে ফুল বিক্রি করে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় রায়হানের ‘পটুয়াখালীবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে সরেজমিনে পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে কিছু গোলাপ ও ফুলের তোড়া। পেনসিলে আঁকা কাগজে লেখা রয়েছে, ‘গোলাপ ৩০, তোড়া ১৩০ ও ক্রাউন ১৫০ টাকা। ফুল বিক্রির লাভের টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে’। স্বেচ্ছাসেবী সংগঠনের এ ভিন্ন আয়োজন পটুয়াখালী শহরের প্রতিটি মানুষের নজর কেড়েছে।
জানা যায়, করোনার ভয়ে মানুষ দিশেহারা, আপন হয়ে যাচ্ছে পর, চেনা মানুষটি হয়ে যাচ্ছে অচেনা এবং প্রিয় মানুষটি হয়ে যাচ্ছে অপ্রিয়। তখন দেশের অন্যান্য দেশপ্রেমিকের মতো পটুয়াখালীর অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ‘পটুয়াখালীবাসী’ এ সংগঠনটি। সব ভয়কে পদদলিত করে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসে। তাইতো ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা চিন্তা করি বিশ্ব ভালোবাসা দিবসে কি করা যায়। কিছুদিন আগে আমরা জানতে পারি গরিব একটি পরিবারে শতবর্ষের অসুস্থ এক বৃদ্ধা তাঁর নাতি মো. শাহিনকে (১৮) নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তাই তাঁর নাতিকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা ফুল বিক্রি করছি।
সভাপতি আরও বলেন, আজকে ফুল কেনার সঙ্গে এই ভালো কাজটি যুক্ত থাকুক। হয়তো আপনার প্রিয় মানুষটির জন্য এটিই হবে বড় উপহার।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৮ মিনিট আগে