Ajker Patrika

ঝালকাঠিতে কাবিখা, কাবিটা প্রকল্পে বরাদ্দ ২ কোটি ৬৮ লাখ টাকা

ঝালকাঠি, প্রতিনিধি
ঝালকাঠিতে কাবিখা, কাবিটা প্রকল্পে বরাদ্দ ২ কোটি ৬৮ লাখ টাকা

চলতি অর্থবছরে ঝালকাঠি জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পে ২ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৬২৪ টাকা এবং কাজের বিনিময় খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ৫৮৪.৭১৯ মেট্রিকটন চাল ও ৫৮৪.৭১৯ টন গম বরাদ্দ দিয়েছে সরকার।

ঝালকাঠি জেলা ত্রাণ শাখা সূত্র থেকে জানা যায়, ঝালকাঠি-নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যের নামে ৭১ লাখ ৭৮ হাজার ৫২২ টাকা এবং ১৫৯.৯৪৪ টন চাল ও সমপরিমাণ গম বরাদ্দ দেওয়া হয়েছে। এবং রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যের নামে বরাদ্দ দেওয়া হয়েছে ৭১ লাখ ৭৮ হাজার ৫২২ টাকা এবং ১৫৯.৯৪৪ টন চাল ও সমপরিমাণ গম।

উপজেলা হিসাবে, ঝালকাঠি সদর উপজেলায় বরাদ্দ এসেছে ৩১ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং ৬৫.৭৭১ টন চাল ও ৬৫.৭৭১ টন গম। নলছিটি উপজেলায় ৩১ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং ৬৫.৭৭১ টন চাল ও ৬৫.৭৭১ টন গম, রাজাপুর উপজেলায় ৩০ লাখ ৮৮ হাজার ২২৬ টাকা এবং ৬৫.৩৪৯ টন চাল ও সমপরিমাণ গম এবং কাঠালিয়া উপজেলায় ২৬ লাখ ৪৪ হাজার ৫৫৯ টাকা এবং ৫৫.৯৪৫ টন চাল ও ৫৫.৯৪৫ টন গম বরাদ্দ দেওয়া রয়েছে।

সাংসদ সদস্যগণ কাবিটা ও কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ও খাদ্য সামগ্রীগুলোর মাধ্যমে নানারকম প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবেন এবং উপজেলা পরিষদগুলো বরাদ্দকৃত অর্থ দিয়ে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত