Ajker Patrika

পাথরঘাটায় পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৪: ৫৬
পাথরঘাটায় পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বরগুনার পাথরঘাটার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে এএসআই মিরাজ, তারিকুল ও শরিফুলকে নিয়ে সদর ইউনিয়নের রুহিতা এলাকায় যাই। যাওয়ার পথে বড় টেংরা এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতরে অনেক সিগারেটের ধোঁয়া দেখতে পাই। তখন এখানে কারা আছেন, দেখতে সামনের দিকে এগিয়ে গেলে চার/পাঁচজন পালিয়ে যান। পরে স্থানীয়দের নিয়ে ঘরটি তল্লাশি করলে একটি বালিশের ভেতরে থেকে দেশীয় পাইপ গান, একটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এখানে এলাকায় কিছু বখাটে ছেলেদের আড্ডা রয়েছে। তবে এ অস্ত্র কার তা পুলিশ তদন্তে বেরিয়ে আসবে।

ওসি আবুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে সাগরের ডাকাতেরা এখানে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এ ছাড়াও এলাকার বেশ কিছু বখাটে এখানে আড্ডা দেওয়ার অভিযোগ আছে। বিভিন্ন দিক সামনে রেখে গভীরতর তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত