প্রতিনিধি, বরিশাল
সমঝোতার পথে এগোচ্ছে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরোধ। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের কথা স্বীকার করলেও সেখানকার কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
তালুকদার মো. ইউনুস রাত ১২টায় আজকের পত্রিকাকে জানান, যেটুকু দেখেছেন এবং জেনেছেন আপাতত ওই পর্যন্তই। এর বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রশাসন ও মেয়রের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় বইছে।
ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন- বরিশলে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়।
সমঝোতার পথে এগোচ্ছে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরোধ। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের কথা স্বীকার করলেও সেখানকার কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
তালুকদার মো. ইউনুস রাত ১২টায় আজকের পত্রিকাকে জানান, যেটুকু দেখেছেন এবং জেনেছেন আপাতত ওই পর্যন্তই। এর বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রশাসন ও মেয়রের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় বইছে।
ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন- বরিশলে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে