প্রতিনিধি, বরিশাল
সমঝোতার পথে এগোচ্ছে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরোধ। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের কথা স্বীকার করলেও সেখানকার কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
তালুকদার মো. ইউনুস রাত ১২টায় আজকের পত্রিকাকে জানান, যেটুকু দেখেছেন এবং জেনেছেন আপাতত ওই পর্যন্তই। এর বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রশাসন ও মেয়রের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় বইছে।
ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন- বরিশলে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়।
সমঝোতার পথে এগোচ্ছে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরোধ। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের কথা স্বীকার করলেও সেখানকার কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
তালুকদার মো. ইউনুস রাত ১২টায় আজকের পত্রিকাকে জানান, যেটুকু দেখেছেন এবং জেনেছেন আপাতত ওই পর্যন্তই। এর বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রশাসন ও মেয়রের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় বইছে।
ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন- বরিশলে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে