মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে সেচ দিয়ে প্রায় ৩৮ একর জমির রবিশস্য ডোবানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দীন হাওলাদারের বিরুদ্ধে উত্তর বালিয়াতলী এলাকার রবিশস্য নষ্টের অভিযোগ ওঠে। ইউপি সদস্যের সেচ প্রকল্পে বোরো ধান চাষ করতে না চাওয়ায় ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ চাষিদের।
তবে ইউপি সদস্যের দাবি, কৃষকেরা ইরি ধান চাষ না করার বিষয়টি আগে না জানানোয় সেচের কাজ শুরু করা হয়েছে। এতে কিছু কৃষকের সরিষা, গম ও ডাল নষ্ট হলেও কোনো চাষির জমিতে ইচ্ছাকৃত সেচ দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী মৌজায় প্রায় ৪০ একর জমিতে দুই ও তিন ফসলি জমি রয়েছে। গত দুই বছর সেচের সাহায্যে ইরি ধান চাষ করে অনেক লোকসান হয়েছে। তাই কৃষকেরা এ বছর ধানের বদলে সরিষা, গম, খেসারি ডাল চাষের সিদ্ধান্ত নেন। সেচের সঙ্গে জড়িতদের জানিয়েই প্রায় ৩৮ একর জমিতে রবিশস্য চাষ করা হয়েছে। এতে সেচ প্রকল্পের নেতা ইউপি সদস্য জসিম ক্ষিপ্ত হন এবং খেতে ইচ্ছেকৃত সেচের পানি দিয়ে ফসল নষ্ট করে দেন।
বালিয়াতলী গ্রামের আব্দুল করিম মাল বলেন, ইরি চাষ অনেক ব্যয়বহুল। ফলন ভালো না হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কিছুটা লাভের আশায় এ বছর সম্মিলিতভাবে রবিশস্য চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকের রবিশস্য চাষের পর থেকেই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার ও তার সহযোগীরা সেচ প্রকল্প শুরু করেন। তাঁরা মাত্র এক একর জমিতে ইরি ধান চাষ করছেন। আর সেচের নামে পানি দিয়ে কৃষকের ফসল নষ্ট করছেন।
তিনি আরেও বলেন, সেচ প্রকল্প বন্ধের জন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২০ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩৮ একর জমির ফসল সেচের কারণে নষ্ট হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার বলেন, ইরি ধান চাষ না করার বিষয়টি কৃষকেরা আগে অবহিত করেননি। ওই জমিতে ছয় বছর ধরে ইরি চাষ হচ্ছে এবং তিন বছর ধরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে চাষের কার্যক্রম চলছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। খরচের টাকা ওঠাতে এ বছরও ইরি ধান চাষের জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। কিছু কৃষক রাজি হওয়ায় সেচ প্রকল্প শুরু হয়েছে। এতে কিছু নিচু জমির রবিশস্য নষ্ট হতে পারে। কিন্তু কারও জমিতে ইচ্ছেকৃত সেচ দিয়ে ফসল নষ্ট করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘উত্তর বালিয়াতলী এলাকার কৃষকদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়ে আমি অপারগতা প্রকাশ করেছি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছিল।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কৃষকেরা না চাইলে ইরি ধান চাষে বাধ্য করা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে সেচ দিয়ে প্রায় ৩৮ একর জমির রবিশস্য ডোবানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দীন হাওলাদারের বিরুদ্ধে উত্তর বালিয়াতলী এলাকার রবিশস্য নষ্টের অভিযোগ ওঠে। ইউপি সদস্যের সেচ প্রকল্পে বোরো ধান চাষ করতে না চাওয়ায় ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ চাষিদের।
তবে ইউপি সদস্যের দাবি, কৃষকেরা ইরি ধান চাষ না করার বিষয়টি আগে না জানানোয় সেচের কাজ শুরু করা হয়েছে। এতে কিছু কৃষকের সরিষা, গম ও ডাল নষ্ট হলেও কোনো চাষির জমিতে ইচ্ছাকৃত সেচ দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী মৌজায় প্রায় ৪০ একর জমিতে দুই ও তিন ফসলি জমি রয়েছে। গত দুই বছর সেচের সাহায্যে ইরি ধান চাষ করে অনেক লোকসান হয়েছে। তাই কৃষকেরা এ বছর ধানের বদলে সরিষা, গম, খেসারি ডাল চাষের সিদ্ধান্ত নেন। সেচের সঙ্গে জড়িতদের জানিয়েই প্রায় ৩৮ একর জমিতে রবিশস্য চাষ করা হয়েছে। এতে সেচ প্রকল্পের নেতা ইউপি সদস্য জসিম ক্ষিপ্ত হন এবং খেতে ইচ্ছেকৃত সেচের পানি দিয়ে ফসল নষ্ট করে দেন।
বালিয়াতলী গ্রামের আব্দুল করিম মাল বলেন, ইরি চাষ অনেক ব্যয়বহুল। ফলন ভালো না হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কিছুটা লাভের আশায় এ বছর সম্মিলিতভাবে রবিশস্য চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকের রবিশস্য চাষের পর থেকেই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার ও তার সহযোগীরা সেচ প্রকল্প শুরু করেন। তাঁরা মাত্র এক একর জমিতে ইরি ধান চাষ করছেন। আর সেচের নামে পানি দিয়ে কৃষকের ফসল নষ্ট করছেন।
তিনি আরেও বলেন, সেচ প্রকল্প বন্ধের জন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২০ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩৮ একর জমির ফসল সেচের কারণে নষ্ট হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার বলেন, ইরি ধান চাষ না করার বিষয়টি কৃষকেরা আগে অবহিত করেননি। ওই জমিতে ছয় বছর ধরে ইরি চাষ হচ্ছে এবং তিন বছর ধরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে চাষের কার্যক্রম চলছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। খরচের টাকা ওঠাতে এ বছরও ইরি ধান চাষের জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। কিছু কৃষক রাজি হওয়ায় সেচ প্রকল্প শুরু হয়েছে। এতে কিছু নিচু জমির রবিশস্য নষ্ট হতে পারে। কিন্তু কারও জমিতে ইচ্ছেকৃত সেচ দিয়ে ফসল নষ্ট করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘উত্তর বালিয়াতলী এলাকার কৃষকদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়ে আমি অপারগতা প্রকাশ করেছি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছিল।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কৃষকেরা না চাইলে ইরি ধান চাষে বাধ্য করা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে